১৪'শ বছর পূর্বে রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের আগে প্রথম রোজা শুক্রবার দিন নিধারিত হব।এবং চন্দ্র তারা একত্রিত থাকবে এটা কিয়ামতের একটি লক্ষণ। ইরাকের ফুরাত নদীর শুকিয়ে গেছে আরব ভূমি সবুজ শ্যামল হয়েছে।
অবশেষে এই চাঁদটাও একটা আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে..
21:1
اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُہُمۡ وَ ہُمۡ فِیۡ غَفۡلَۃٍ مُّعۡرِضُوۡنَ ۚ﴿۱﴾
মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।
কেয়ামতের নিকটবর্তী সময়ে প্রথম দিনের চাঁদ বড় আকারে উঠবে মানুষেরা বলতে থাকবে এ যেন দ্বিতীয় দিনের চাঁদ। ঠিক প্রথম রমজানের চাঁদের ব্যাপারে মানুষ এরকমই বলেছে। এরপরও আমরা কী কী নিদর্শনের অপেক্ষা করছি আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমীন। 🤲
Comments
Post a Comment